শিবলু আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শাখার পানসী রেস্টুরেন্টের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে জরিমানার ২৫% পেয়েছেন শ্রীমঙ্গলের নাজিমুল হক শাকিল নামে এক যুবক।
বুধবার (৭ এপ্রিল) নাজিমুল হক শাকিল শহরের ভানুগাছ সড়কে অবস্থিত পানসী রেষ্টুরেন্টে খাবারের জন্য গেলে তাকে মেয়াদ উত্তীর্ণ পেপসি পরিবেশন করা হয়।
তিনি মেয়াদ উত্তির্ন পেপসি দেওয়ায় ভোক্তা অধিদপ্তর অধিকার সংরক্ষণ মৌলভীবাজার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ এর সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তারা শাকিলের করা অভিযোগটি আমলে নিয়ে পানসী রেস্টুরেন্ট কতৃপক্ষ ও অভিযোগকারী শাকিলকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের কক্ষে শুনানী অনুষ্ঠিত করেন শুনানীতে পানসী রেষ্টুরেন্টের কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেন।
পানসী রেষ্টুরেন্ট, শ্রীমঙ্গলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে খাদ্য দ্রব্য পরিবেশন করতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জরিমানার অর্থ পানসী রেষ্টুরেন্ট, শ্রীমঙ্গল এর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিশোধ করেন।
Leave a Reply