শিবলু আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের হাওর গুলোতে প্রচুর বোরো ধান উৎপন্ন হয়। তাই এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ধান কাটার মৌসুম শুরু হয়েছে।
আজ ৭ এপ্রিল রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে ধান কাটার শুভ উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব কাজী লুৎফুল বারী, রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) জনাব ঊর্মি রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলার হাওরগুলোতে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবছর প্রায় ৬০ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
এসময় জেলা প্রশাসক করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময়মতো ধান ঘরে তুলতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দেন এবং কৃষকরা যাতে ন্যায্য দাম পায় তার জন্য সঠিক তদারকি করা হবে বলে আশ্বাস দেন।
Leave a Reply